কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভ্যেনুতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী লিমেটেড।
শনিবার (১৫ জুলাই) বিকাল চারটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী লিমিটেড। রেফারির বাঁশি বাজার ৩০ সেকেন্ডে চট্টগ্রাম আবাহনীর মধ্য মাঠের খেলোয়াড় ওজুকউ ডেভিড ইফেগউ গোল করে দলকে এগিয়ে দেন। ১১ মিনিটে আরেক মধ্য মাঠের খেলোয়াড় মোহাম্মদ অনিক হোসেন গোল করে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে এগিয়ে দেন। ঠিক ২৫ মিনিটের মাথায় ডিফেন্ডার মোহাম্মদ তারেককে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিনত হয় চট্টগ্রাম আবাহনী। এ সুযোগে আক্রমণের ধার বাড়ায় মুক্তিযোদ্ধা। ২৯ মিনিটে আক্রমণ ভাগের খোলোয়াড় ইমানুয়েল উজোচুকউ গোল করলে ২-১ গোলে ব্যবধান কমিয়ে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।খেলায় দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ায় মুক্তিযোদ্ধা। তবে দুই দলই বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। এতে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।এই ম্যাচ শেষে ১৯ ম্যাচ খেলে ৪ জয়, ৯ ড্র ও ৬ পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নাম্বারে চট্টগ্রাম আবাহনী ও সমান সংখ্যক ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ১২ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নাম্বারে মুক্তিযোদ্ধা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply