মহাসিন আহমেদ রানাঃ
কোটালীপাড়ায় হতদরিদ্র এক দম্পত্তিকে স্বাবলম্বী করতে দোকানঘরসহ বিভিন্ন মালামাল সামগ্রী উপহার দিয়েছে জ্ঞানের আলো পাঠাগার নামের একটি সামাজিক সংগঠন। শুক্রবার (১৪জুলাই) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুড়–য়া-কলাবাড়ী সড়কের মাছপাড়া নামক স্থানে নির্মিত এই দোকান ঘরটির উদ্বোধন করেন জ্ঞানের আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামান জুয়েল। এ সময় জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, কলাবাড়ি ইউনিয়ন টিম লিডার সুশান্ত বর্ণিক, মাছপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি দিপক সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মালামালসহ নতুন দোকানঘর পেয়ে দরিদ্র উন্নতি বাড়ৈ জানান, আমার এক মেয়ে ঢাকায় বিএসসি নাসিং পড়ে। আরেক ছেলে কলেজ পড়–য়া। ঠিকমত খাবারও জোটে না। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ কিভাবে মিটাবো সেই চিন্তায় ঘুম হয় না। এখন এই দোকান ঘর পেয়ে সেই চিন্তা থেকে মুক্তি মিলবে। এই দোকানের আয় থেকে ছেলেমেয়ের লেখা পড়ার খরচ মিটাবো। মাছপাড়া সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি দীপক সরকার বলেন, জ্ঞানের আলো পাঠাগার কোটালীপাড়া উপজেলায় মানবিক কাজে আলো ছড়াচ্ছে । তাদের এই কর্মকান্ড অন্য সামাজিক সংগঠনকে উৎসাহিত করবে। উন্নতি বাড়ৈ এর দোকান উপহারে আমরাও সাধ্যমত সহায়তা করে জ্ঞানের আলো পাঠাগারের পাশে থাকতে পেরে আনন্দিত।জ্ঞানের আলো পাঠাগারের কলাবাড়ী ইউনিয়ন টিম লিডার সুশান্ত বর্ণিক জানান, দীর্ঘদিন ধরে উন্নতি বাড়ৈ আর্থিক দূরাবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ছেলে-মেয়ের লেখাপাড়ার খরচ ও সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। এই অবস্থায় আমরা জ্ঞানের আলো পাঠাগার থেকে এই পরিবারের আয়ের ব্যবস্থা করে দিতে উদ্যোগ নেই । জ্ঞানের আলো পাঠাগারের ফেসবুকে পোষ্ট দিয়ে সহায়তা চাওয়া হয়। কিছু মানবিক ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ৩৭ হাজার ৭০০ টাকা পাওয়া যায়। সেই টাকা দিয়ে মালামালসহ উন্নতি বাড়ৈকে নতুন দোকন ঘর উপহার দিয়েছি ।জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, আজ দরিদ্র উন্নতি বাড়ৈকে রুটি, কলা, বিস্কুট, কেক, চা তৈরীর উপকরণসহ বিভিন্ন পণ্যসামগ্রী দিয়ে অসহায় উন্নতি বাড়ৈকে স্বাবলম্বীকরণে এই দোকান ঘরটি উপহার দেয় হয়। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, জ্ঞানের আলো পাঠাগার সমসময়ই মানবিক কাজ করে থাকে। অসহায় মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবা করে। উন্নতি বাড়ৈ এর মত অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে জ্ঞানের আলো পাঠাগার যে উদ্যোগ নিয়েছে তা সমাজে উজ্জ্বল দৃষ্ঠান্ত হয়ে থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply