কালের খবরঃ
গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশীদ। বৃহস্পতিবার (৬ জুলাই)দুপুরে গোপালগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন প্রকল্পের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্পের পিডি এস এম আশিকুর রহমান।
এসময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল আলম, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচলক রেজাউল করিমসহ গোপালগঞ্জ মৎস্য অধিদপ্তরের কর্মকতৃাবৃন্দ, জেলার মৎস্যচাষী, মৎস্যজীবি, সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
কর্মশালার প্রধান অতিথি মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশীদ তার বক্তব্যে দেশীয় প্রজাতির মাছ রক্ষা, বংশবৃদ্ধি শামুক সংরক্ষনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আরো যকèবান হওয়ার তাগিদ দেন।
এর আগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত মুক্তা চাষ কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাহিদ রশিদ। তিনি মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামের মুক্তা চাষী রাসেল মৃধার মাছের পুকুরে মুক্তা চাষ প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় পুকুরে চাষ করা ঝিনুকে উৎপাদিত মুক্তা দেখানো হয় এবং এর কলাকৌশল ও অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। এ সময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ, প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাবীর মিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে বিকালে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় মৎস্য ও প্রাশী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগল উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply