কালের খবরঃ
তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে গোপালগঞ্জে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (৮জুন) দুপুর সাড়ে ১২টায় নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া গোপালগঞ্জের সাধারণ পরীক্ষার্থীরা এসব কর্মসূচী পালন করেন। প্রথমে তারা দুপুর ১২টায় শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করে। সেখানে তারা বিক্ষোভ করে বিভিন্ন শ্লোগান দেন। পরে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করেন।
স্মরকলিপিতে লেখা হয়েছে, গত শুক্রবার (৩জুন) গোপালগঞ্জে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ফলশ্রুতিতে ইতোমধ্যে ৩২জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকের সহায়তায় আমাদের অনেকের চোখের সামনেই মোবাইল ফোন ব্যবহার করে উত্তরপত্র সংগ্রহ করেছে। আমাদের কাছে মোবাইল ফোন না থাকায় প্রমাণ স্বরুপ কিছু রাখতে পারিনি। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানালে তারাও কোন ব্যবস্থা নেননি। যার ফলে আমরা সাধারণ পরীক্ষার্থীবৃন্দ এখন ভেঙ্গে পড়েছি। যদি তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল না করা হয় তাহলে গোপালগঞ্জে মেধাশূন্য শিক্ষক নিয়োগ পাবে বলে আমরা মনে করি।
এ ব্যাপারে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, পরীক্ষার্থীরা যে দাবী করে আমাকে স্মারকলিপি দিয়েছেন তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে যারা মোবাইল ব্যবহার করে উত্তরপত্র তৈরী করার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর সঙ্গে আরো যারা জড়িত আছে তাদেরকেও খুঁজে বের করা হবে। তবে প্রশ্নপত্র ফাঁসের কোন ঘটনা ঘটেনি। বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে। মন্ত্রণালয় যে সিধান্ত গ্রহণ করবে সেটিই বাস্তাবায়িত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply