
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক ড. কাজী মোস্তফা সরোয়ার ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডাঃ শেখ গোলাম মোস্তফা।সোমবার (২৯ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন তারা।শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাখফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা। পরে বঙ্গবন্ধু ভবনের বিশ্রামাগারে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সাবেক এই দুই কর্মকর্তা ।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় শাখা) মোঃ আরিফ হোসেন, জাতীয় বক্ষব্যাধী হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আনিচুজ্জামান মিলন।
Design & Developed By: JM IT SOLUTION