কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে নাইজেরিয়ান খেলোয়াড় পিটার এবিমোবোই’র জোড়া গোলে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এতে মুক্তিযোদ্ধাকে টপকে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এলো রহমাতগঞ্জের এই ক্লাবটি।শনিবার (২৭মে) বিকাল চারটায় গোপালগঞ্জ শেখ ফজুলল হক মনি স্টেডিয়ামে মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে আতিথেয়তা দেয় স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। খেলার শুরুতেই আক্রমন-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু করে দুই দল। খেলার ২৬ মিনিটে নাইজেরিয়ান খেলোয়াড় পিটার এবিমোবোই গোল করে রহমতগঞ্জকে এগিয়ে দেন। তবে ৩৭ মিনিটে ইমানুয়েল উজোচুকউ গোল করে মুক্তিযোদ্ধাকে সমতায় এনে বিরতিতে যায়।খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় দুই দল। খেলার ৬৫ মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে রহমতগঞ্জকে ২-১ গোলে এগিয়ে দেন। গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়িয়ে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় ২-১ গোলের পারাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মুক্তিযোদ্ধাকে। এ পরাজয়ের ফলে নিজের অষ্টম স্থান রহমতগঞ্জ ছেড়ে দিয়ে ১০ম স্থানে নেমে যেতে হয়েছে মুক্তিযোদ্ধাকে।১৬ ম্যাচে ৪ জয়, ৫ ড্র এর সাথে ৭ হারে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ম স্থানে রহমতগঞ্জ। আর এক ম্যাচ বেশি খেলে ১৭ ম্যাচে ৪ জয়, ৩ ড্র আর ১০ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ম স্থানে মুক্তিযোদ্ধা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply