বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার (২৩ মে) বিকাল সাড়ে ৩ টায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ইংরেজি বিভাগের সভাপতি হাবিবুর রহমান, ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকউিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. আরিফুজ্জামান রাজিব প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশকুজ্জামান ভূঁইয়া।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, আজকের দিনটি বাঙালি জাতির জন্য গর্বের দিন। এইদিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জুলিও কুরি’ শান্তি পদক গ্রহন করে বাঙালি জাতিকে গর্বিত করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সারাজীবন শোষিত মানুষের পক্ষে সংগ্রাম করেছেন। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের জন্য কাজ করার আহবান জানান । আলোচনা সভায় অত্র বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply