কালের খবরঃ
বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় ২৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ, ধান বীজ বিতরন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা কৃষকলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (১৮ মে) কোটালীপাড়া পৌরসভা সম্মেলন কক্ষে ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।
কোটালীপাড়া কৃষকলীগের সভাপতি মুন্সী মাহফুজ হাসানাত কামরুলের সভাপতিত্বে কোটালীপাড়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা বক্তব্য রাখেন।
এসময় গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি ইনছান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খালিদ, মহিলা সম্পাদিকা রাফেজা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপজেলায় ১৫০জন কৃষককে কৃষি উপকরণের মধ্যে ছিল সেচ পাম্প, জমি নিড়ানি মেশিন, স্প্রে মেশিন ও হাইব্রিড বীজ ধান।
পরে বিকাল ৪টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপজেলায় ১০০জন কৃষকের মাঝে একই ধরনের উপকরণ বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply