মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় লিটু ফকির (৪৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১৭ মে) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুরের ভাঙ্গাপুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এস,আই) সজীব মন্ডল । নিহত ঠিকাদার লিটু ফকির ফরিদপুর জেলার সালথা উপজেলার কামাইরদিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে।উপপরিদর্শক (এসআই) সজীব মন্ডল জানান, নিহত ঠিকাদার লিটু ফকির তার এস্কেভেটর নিয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক(যশোর-ট-১১-৪৫৩৫) পিছন দিক থেকে এস্কেভেটরকে ধাক্কা দেয়।এতে লিটু ফকিরের শরীরে ধাক্কা লেগে ট্রিকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহতহয়। এসময় অপর তিনজন আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে।
পরে বৃহস্পতিবার (১৮মে)নিহতের মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরও করা হয়। মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply