
কালের খবরঃ
গোপালগঞ্জে সিএমএসএমই ও নারী উদ্যেক্তাদের মাঝে ঋণ ও বিনিয়োগ বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক খুলনার তত্ত্বাবধানে সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখা এ কর্মশালার আয়োজন করে। সোমবার (৬ জুন) সকালে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা।

সোনালী ব্যাংকের প্রধান শাখার ম্যানেজার মাহমুদুল হাসানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক খুলনার উপ মহাব্যাস্থাপক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংকের উপ মহাব্যাস্থাপক এসএম ওবায়দুর রহমান, রুপালী ব্যাংক গোপালগঞ্জ শাখার উপ মহাব্যাস্থাপক মোঃ আব্দুল মান্নান মিয়া, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্সের সিনিয়র সভাপতি মোঃ মোশাররফ হোসেনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ৫৪ জন নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ ও বিনিয়োগের চেক বিতরণ করা হয়। #
Design & Developed By: JM IT SOLUTION