কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধার বাড়ীঘর ভাংচুর-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিবপুর গ্রামে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শুক্রবার (৫ মে) সকালে নিজ বাড়ীতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এ কেএম আক্রামুজ্জামানের ছেলে কামরুল হাসান তুহিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ এপ্রিল সকালে জাঙ্গালিয়া গ্রামে আমার ছোট চাচা আনোয়ার হোসেন জায়গা জমি মাপার বিষয়ে কথা বলছিলেন। এসময় পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জাঙ্গাহীর আলম কালু ও তার ভাই যুবদল কর্মী রেজাউল করিম উজ্জ্বল সেখানে উপস্থিত হন। সেখানের পরিবেশ অস্থিতিশীল হলে আনোয়ার হোসেন তার লোকজন নিয়ে সেখান চলে আসেন। পরে আমি ও ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জাঙ্গাহীর আলম কালু দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। এসময় আমার ও আমার ভাই আব্বাস মোল্যা এবং বীর মুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেনের বসতবাড়ী ভাংচুর করে লুটপাট করে। এসময় পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের উপরও হামলা চালায়। এ ঘটনায় আমাকে ও আমার লোকজনকে হয়রানী করতে মিথ্যা মামলা দায়ের করে প্রতিপক্ষরা।
তিনি আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ এপ্রিল আমাকে ও আমার লোকজন, আমার চাচাতো ভাই পুলিশ কর্মকর্তা এবং কাশিয়ানী থানা পুলিশকে জড়িয়ে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষরা। সংবাদ সম্মেলনে যে তথ্য বা অভিযোগ তুলে ধরা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা আড়াল করতে মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়েছে। আমি এ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানাই। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।
এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এ কে এম আক্রামুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেনসহ এলাকাবাসী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিবরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply