কালের খবরঃ
মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১ মে) সকালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষে কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি র্যালী বের করে। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ করে। পরে সেখান আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি মোঃ বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী সাঈদ বক্তব্য রাখেন।
এদিকে জেলা নির্মাণ শ্রমিকের পক্ষ থেকে স্থানীয় পৌর পার্ক থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । সভায় সংগঠনের সভাপতি নিত্য রঞ্জন বৈদ্য,এনামুল হক মুন্সী,পল্টু মোল্লা বক্তব্য রাখেন।বক্তরা সড়ক পরিবহন শ্রমিকদের আইএলও ঘোষিত “শোভন কাজ” নিশ্চিতকরন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply