কালের খবরঃ
গোপালগঞ্জে চলছে ৪ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।রমজান মাস থাকায় ঈদের পরে এই বৈশাখী উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের পৌর পার্কে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন ডিডিএলজি আজহারুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শেখ জুবায়ের আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।পরে পৌর পার্কের মুক্ত মঞ্চে জেলা শিল্পকলা একাডেমী ও জেলা শিশু একাডেমীর শিল্পীরা নাচ, গান ও কবিতা পরিবেশন করে। সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন। মেলায় ৩০টি স্টল বসেছে।এসব স্টলে মাটির তৈজসপত্র, কাপড়ের তৈরী পোষাক ও দেশীয় বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে।মেলা চলবে আগামী ২৮ এপ্রিল পযর্ন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা প্রাঙ্গন সবার জন্য উম্মুক্ত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply