কালের থবরঃ
নির্বাচনী প্রচারনা শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় প্রাণগেলো মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর। গত শনিবার (৪জুন) রাত সোয়া ৯টায় ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম তিনতলা মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মঞ্জু চৌধুরী (৫৬), মৃত ছরোয়ার মোল্লার ছেলে জাকির মোল্লা (৫২) ও মৃত চিত্ত রঞ্জন বিশ্বাসের ছেলে মোটরসাইকেল চালক শিবু বিশ্বাস (৬০)। নিহতরা তিনজন বন্ধু বলে এলাকাবাসী জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত তিন বন্ধু গোপালগঞ্জ পৌর সভার ঘোষেরচর এলাকায় এক মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণা শেষে, মোটরসাইকেল যোগে নিজ নিজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি লিংক রোড দিয়ে মহাসড়কে উঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুর গামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের পিছন দিক থেকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত ও চালক আহত হয়। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
গুরুতর আহত শিবু বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোর ৪টার দিকে তিনিও মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ নাসির উদ্দিন ও হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহম্মদ মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন। নিহতদের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত মামলা হয়নি। বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply