কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, প্রবীন ও বর্ষীয়ান রাজনীতিবিদ রাজা মিয়া বাটু (৯৮)র দাফন সম্পন্ন হয়েছে।সোমবার(২৪ এপ্রিল)সকাল সাড়ে ১১ টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।পরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এর আগে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান,জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, প্রধান মন্ত্রীর একান্ত সহকারি-২ গাজী হাফিজুর রহমান লিকু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ । জানায়ায় আওয়ামীলীগসহ সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রোববার (২৩ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)।মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৬ মেয়েসহ অসংথ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারন সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজমসহ সহযোগি সংগঠন থেকে গভীর শোক এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply