কালের খবরঃ
গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপালগঞ্জ এর ইন চার্জের নেতৃত্বে একটি দল পুলিশ গোপালগঞ্জ সদর থানার বেদগ্রাম দক্ষিণপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আহসান মোল্লা ওরফে হাসানকে (৩৩) গ্রেপ্তার করে। তার বাবা আলী আকবর।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তী সূত্রে জানাগেছে,ওই এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও অর্থ লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোঃ আহসান মোল্লা ওরফে হাসানকে (৩৩) চারশত (৪০০) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সূত্রটি আরো জানিয়েছে,মাদক ব্যবসায়ী আহসান মোল্লা ওরফে হাসান দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ সদর থানা ও আশপাশ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply