কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) স্কুলের এলামনাই অ্যাসোসিয়েশনের (কেপিআইএএ) এর দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত এই কমিটিতে গাজী আলতাব হোসেনকে সভাপতি ও আহসান কবিরকে নির্বাহী সভাপতি এবং রুবেল মাহামুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।শুক্রবার (১৪ এপ্রিল) ঢাকার ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও গেট টুগেদার অনুষ্ঠানে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের সিনিয়র সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন এ কমিটি গঠন করা হয়।কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের সাবেক ছাত্র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এস হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে কেপিআই এর সাবেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।নবগঠিত কমিটির সভাপতি গাজী আলতাব হোসেন বলেন, কমিটি গঠন অনুষ্ঠানে আগত কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের সাবেক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমাকে সভাপতি ও আহসান কবিরকে নির্বাহী সভাপতি এবং রুবেল মাহামুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আমরা এই তিনজন মিলে আগামী ১৫দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবো। তিনি আরো বলেন, এই কমিটির সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply