কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ছয়দিন ব্যাপী ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ তার বাড়িতে হনুমান পূজা উপলক্ষে এসব উৎসবের আয়োজন করে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলার কান্দি সার্বজনীন হনুমান মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। পরে শনিবার (৮ এপ্রিল) রাতে সামাজিক যাত্রাপালা নিহত গোলাপ এবং রবিবার (৯ এপ্রিল) রাতে ধর্মীয় যাত্রাপালা কৃষ্ণহারা বৃন্দাবন মঞ্চস্থ হয়। সাতক্ষীরা জেলার রাধা কৃষ্ণ নাট্য শিল্পীরা যাত্রা পরিবেশন করেন।এছাড়া সোমবার, মঙ্গলবার ও বুধবার রাতে একক ও দলীয় সংগীত ও নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নাচে গানে মন্ডপস্থল মাতিয়ে তোলে শিল্পীরা। বিরাজ করে আনন্দ ও উচ্ছাস।
প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নৃত্যে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট গ্রামের মা বাংলা গ্রুপ প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, গোপালগঞ্জ শহরের নিশান গ্রুপ দ্বিতীয় স্থান অধিকার করে ৩২ ইঞ্চি স্মার্ট টলিভিশন ও তৃতীয় স্থান অধিকার করে মধুমতি ঢেউ গ্রুপ। এদেরকে একটি এন্ড্রোয়েট মাবাইল ফোন দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে একক নৃত্য ও সংগীতের জন্য মাবাইল ফোনসহ বিভিন্ন ধরনের পুরষ্কার তুলে দেন আয়োজক কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ,কোটালীপাড়ার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ কুমার ভাবুকসহ অতিথিবৃন্দ।উল্লেখ্য গত বৃহস্পতিবার হনুমান পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রবের করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply