কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে অধিনায়ক সুলমান দিয়াবাতের হ্যাট্রিকে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে মোহামেডান স্পোটিং ক্লাব।শনিবার (৮ এপ্রিল) বিকাল সোয়া তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হয় মোহামেডান স্পোটিং ক্লাব। খেলার শুরুতেই দুই দল আক্রমণাত্মক খেলা শুরু করে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মুক্তিযোদ্ধকে। প্রথমার্ধের ৮ মিনিটে জিমি ডিজিঙ্গাই গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন। এর পরের গল্পটা শুধু সাদা-কালো জার্সিধারীদের। গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় মোহামেডান। ২২ মিনিটে অধিনায়ক সুলমান দিয়াবাত গোল করে মোহামেডানকে সমতায় আনেন। ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মোহামেডানকে ২-১ গোলে এগিয়ে দেন সুলমান দিয়াবাত। মুজাফফর মুজাফ্ফারভ গোল করলে মোহামেডান ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মুক্তিযোদ্ধা আক্রমণের ধার বাড়ালে উল্টো ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করার পাশাপশি মোহামেডানকে ৪-১ গোলে এগিয়ে দেন সুলমান দিয়াবাত । ৬৯ মিনিটে সানডে চুকুয়ামাকা এমানুয়েল গোল করে দলকে ৫-১ এগিয়ে এগিয়ে দেন। ৮৪ মিনিটে সাজ্জাত হোসেন গোল করলে ৬-১ গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে বাকী সময়ে আর কোন গোল না হওয়ায় মুক্তিযোদ্ধাকে ৬-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে মাঠ ছাড়ে সাদাকালো জার্সিধারীরা।
এ খেলা শেষে ১১ খেলায় ৪ জয়, ৩ ড্র ও ৪ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে মোহামেডান আর সমান খেলায় ৩ জয়, এক ড্র ও ৭ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নাম্বারে মুক্তিযোদ্ধা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply