কোটালীপাড়া প্রতিনিধিঃ
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্য তেলের আমদানী কমানোর লক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তেলবীজ সূর্যমূখী প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নিতাই বাজারে অবস্থিত গার্ডেন অফ ইডেনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুইশত কৃষক নিয়ে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ
অফিসার কৃষিবিদ দেবাশীষ দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি অফিসার বিজন বিহারী দত্ত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের চাষাবাদ নিয়ে সময়োপযোগী বিভিন্ন পরামর্শ প্রদান করেন উপ সহকারী কৃষি অফিসার রমেন্দ্র নাথ হালদার, স্বপন মহালদার, মনি হালদার, বিপুল চন্দ্র বাড়ৈ, বিকাশ সরকার, দীনেশ জয়ধর, প্রশান্ত সরকার,পার্থ প্রতীম বৈদ্য। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে।উল্লেখ্য যে, চলতি মৌসুমে কোটালীপাড়া উপজেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে সূর্যমূখী ফুলের আবাদ করা হয়েছে যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ টন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply