বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাস মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা ও প্রতীকী ব্ল্যাক আউট করা হয়।
শনিবার(২৫ মার্চ) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিট ক্যাম্পাসে বিদ্যুৎ বন্ধ রেখে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হয়। দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় গণহত্যা দিবস ও ২৫ মার্চের কালরাত্রি স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে শিক্ষক সমিতি ২৫ মার্চের কালরাতে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষর করেন শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply