কাশিয়ানীপ্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ১৬ কেজি গাঁজা সহ জসিম সরদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তারকৃত ব্যবসায়ীর বাড়ি নড়াইল জেলার নড়াগাতি এলাকায়। শনিবার (2৫ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
র্যাব সূত্রে জানাগেছে , গোপান সংবাদের ভিত্তিত্বে শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় র্যাবের একটি দল কাশিয়ানী থানার চাপ্তা মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালায়।এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মাদক মামলা দায়ের করে শনিবার সকালে আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মোঃ ফিরোজ আলম বলেন,শনিবার দুপুরে কাশিয়ানী থানা পুলিশ আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply