কালের খবরঃ
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয়বাংলা পুকুর বধ্যভূমির শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।শনিবার(২৫মার্চ) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিডি এলজি আজাহারুল ইসলাম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ৭১-এর ২৫ শে মার্চ গণহত্যায় বীর শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালনসহ দোয়া ও মোনাজাত করা হয়।এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় ডিডিএলজি আজাহারুল ইসলাম, পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর প্রমূখ বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply