কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ( ১ জুন) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন।ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক অনাদি রঞ্জন মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, আমিনুজ্জামান খান মিলন, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন। #
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply