কালের খবরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জমিতি কলাই তুলতে গিয়ে বজ্রপাতে ফোরকান শেখ (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ সময় তার ভাই রাইয়ান শেখ (৬) গুরুতর আহত হয়। তাকে আহতাবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।হতাহতরা শেখ আমিরুজ্জামানের দুই ছেলে। নিহত ফোরকান শেখ স্থানীয় একটি মাদ্রাসার হেফজা বিভাগের ছাত্র।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সকালে দুই ভাই বাড়ীর পাশে জমিতে কলাই তুলতে যায়। এ সময় হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মাদ্রাসা ছাত্র ফোরকান শেখ এবং তার ভাই রাইয়ান শেখ গুরুতর আহত হয়। পরে স্বজন এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ফোরকানকে মৃত ঘোষণা করেন এবং রাইয়ানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply