কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে ৫দিন ব্যাপী এ মেলা শুরু হয়। আগামী শুক্রবার মেলাটি শেষ হওয়ার কথা রয়েছে। মেলায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সরকারি বেসরকারি দপ্তরের ২৪টি স্টল বসেছে।
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলাটি উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসীম উদ্দিন বক্তব্য রাখেন। #
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply