কোটালীপাড়া প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মঙ্গলবার (০৭ মার্চ) উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ওছাত্রলীগসহ বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামালহোসেন শেখ, নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌরমেয়র এইচ এম অহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খানমিলন, মাজাহারুল আলম পান্না, রাফেজা বেগম, যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, উপজেলাআওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, স্বেচ্ছাসেবক লীগনেতা গাজী খসরু, বাবলু হাজরা, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজেরসাবেক ভিপি কাইয়ুম শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের
সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষনের মাধ্যমে বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। তার এই ভাষন মুক্তিকামী মানুষদের অনুপ্রেরণা যুগিয়েছিল। তার এই ভাষনের মাধ্যমেই আমরা পেয়েছি স্বাধীনতা। তাই প্রতিবছর এই দিনটিতে আমরা জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply