কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া রাধাচরন রাজেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৪ মার্চ)সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মোল্লা।
ঘোনাপাড়া রাধাচরন রাজেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজুর রহমান আউলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য সিকদার সেলিম, বেথুড়ি ইউনিযন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রতন রায়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দঁড়ি লাফ, দৌঁড়, উচ্চ লাফসহ ১৩টি ইভেন্টে এবং গান, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগীতায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply