কোটালীপাড়া প্রতিনিধিঃ
শনিবার (২৪ ফেব্রুয়ারি) কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। এটি তার নিজ নির্বাচনী এলাকা। তাই প্রধানমন্ত্রীকে বরণ করতে কোটালীপাড়ার লাখো মানুষ উৎসুক হয়ে বসে আছে।
ইতিমধ্যে ৮০ ফুট দৈর্ঘ্য ও ২৮ প্রস্থের মঞ্চ তৈরীসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সভা মঞ্চে ১৫০ টি আসন থাকবে। এসব আসনে কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ, ১১টি ইউনিয়ন ও একটি পৌর সভার সভাপতি ও সাধারণ সম্পাকগণ স্থান পাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে কোটালীপাড়ায় এখন সাজসাজ রব।পুরো কোটালীপাড়াকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। সড়কের দুই পাশে টাঙানো হয়েছে ডিজিটাল পোস্টার ও ব্যানার। উপজেলা জুড়ে উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এখন কোটালীপাড়ার ঘরে ঘরে চলছে উৎসব। দীর্ঘ ৪ বছর পর ঘরের মেয়ে ঘরে আসছেন তাই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এলাকার জামাইমেয়েও এসেছে শেখ হাসিনাকে দেখার জন্য।
শনিবার বেলা ১১ টায় কোটালীপাড়ার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি হাই স্কুল মাঠে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে ভাষণ দিবেন। ইতিমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনসভাস্থল পরিদর্শন করেছেন।
জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, মুহাম্মদ ফারুক খান এমপি, বাগেরহাট -১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, এখন প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত কোটালীপাড়াবাসী। ভোর হলেই দল বেঁধে মানুষ জনস্থলে আসা শুরু করবেন। জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যাবে জনসভাস্থলসহ আশপাশের রাস্তাঘাট। আমরা আশা করছি লাখো মানুষ জনসভাস্থলে উপস্থিত হবে। আমরা আশা করছি একটি সফল জনসভা হবে কোটালীপাড়ার জনসভা।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান বলেছেন, গোপালগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে বরণ করতে পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গোপালগঞ্জ এবং কোটালীপাড়ায় অবস্থান করছেন। এখন শুধু অপেক্ষার পালা। রাত পোহালেই লাখ লাখ মানুষ জমা হবে জনসভাস্থলে। আমরা আশা করছি এটা হবে স্মরণকালের স্মরণীয় জনসভা।
তিনি আরো জানান, আইনশৃঙ্খলা বাহিনী থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তাদের পাশাপাশি আমাদের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক কাজ করবেন। আশাকরি একটি স্বার্থক ও সফল জনসভা হবে।#
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply