টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী ও প্রতারক টুঙ্গিপাড়ার সাবেক দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর উত্তরা এবং সচিবালয় এলাকায় ওয়ারেন্টের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালানা করে পুলিশ। অভিযানে পলাতক আসামি প্রতারক চক্রের মূল হোতা সাবেক দুই ইউপি সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও পাকুরতিয়া গ্রামের মৃত তৈয়ব আলী শেখের ছেলে ইউসুফ শেখ (৫০) ও ভৈরব নগর গ্রামের মৃত অতুল চন্দ্র সমাদ্দারের ছেলে সুশীল কুমার সমাদ্দার (৬০)। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর জানান, প্রতারক চক্রের নেতা সাবেক দুই ইউপি সদস্য মোট ০৬ টি ওয়ারেন্টের পলাতক আসামী। ইউসুফ শেখের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকার অর্থদন্ড সহ আরো দুইটি প্রতারণা মামলা সহ মোট চারটি মামলার ওয়ারেন্ট আছে। অপর আসামী সুশীল কুমার সমাদ্দারের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১৮ লক্ষ ৫০ হাজার টাকার অর্থদন্ড সহ দুইটি মামলায় ওয়ারেন্ট আছে। তাদের উভয়ের ওয়ারেন্ট হওয়ার পর তারা দীর্ঘদিন যাবৎ টুঙ্গিপাড়া থেকে ঢাকায় আত্মগোপন করে ছিলো।
ওসি আবুল মুনসুর আরও জানান,পরে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের স্থান নিশ্চিত করে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঢাকার ডিএমপি উত্তরা ও সচিবালয় এলাকা থেকে ওয়ারেন্টের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালানা করে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply