কালের খবরঃ
অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিনে থাকা কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী জেবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ ও ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান মোল্লাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার ( ২৫ মে) আদালতে হাজিরা দিতে গেলে কোটালীপাড়া আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায় তাদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, বিগত গত ২৪ মার্চ বিদ্যালয়টির ছাত্র অভিভাবক মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, গত ১৩ জুন ২০১৯ তারিখে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সভাপতি হান্নান মোল্লা ম্যানেজিং কমিটির সিন্ধান্ত ছাড়া বিদ্যালয়ের জনতা ব্যাংক, কোটালীপাড়া শাখার সঞ্চয়ী হিসাব থেকে চেকের মাধ্যমে ১লক্ষ ৫০হাজার টাকা উত্তোলন করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply