কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে পাল্টাপাল্টি ভাবে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ছাত্রলীগ নেতাকর্মীরা আলাদা করে পাল্টাপাল্টি কর্মসুচি হাতে নেয়।বেলা সাড়ে ১০ টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা ও সাধারন সম্পাদক শেখ মাসুমের নেতৃত্বে উপজেলা চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে একটি শোভাযাত্রা বের করে।
অপরদিকে,কাশিয়ানীর এমএ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ সংসদ,ইউনিয়ন ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা দুপুরে আদালা কর্মসূচি পালন করে। এ কর্মসূচীর নেতৃত্ব ছিলেন কলেজ সংসদের ভি.পি মোঃ মোর্শেদ,সদর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেন মুন্সি সুজিত , মোঃ ফয়সাল বিন ফিরোজ, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রইসুল ইসলাম রইচ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সুমন মুন্সি,মোঃ তুহিন খান।
এসব নেতাকর্মীরা প্রথমেই উপজেলা চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে একটি শোভাযাত্র বের করে। শোভা যাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা কেন্দীয় শহীদ মিনারে শেষ করে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply