কালের খবরঃ
গোপালগঞ্জে ‘ক্ষুদ্রঋণের ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সারে ১১ টায় জেলা সমাজসেবা কার্যালয়ের হল হলরুমে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।
গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক মোঃ জুলফিকর আলী।
এই সেমিনারে সুফলভোগী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও উন্নয়ন কর্মীরা অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply