কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বান্দল গ্রামে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে বসে ১০জন প্রতিবন্ধীর মাঝে ১০টি হুইল চেয়ার বিতরণ করা হয়। কোটালীপাড়া পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বশির বিন সামসুদ্দিন, সমাজসেবক রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ বলেন, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করছে। আগামীতেও আমাদের এ ধরণের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply