কালের খবরঃ
মানববন্ধন ও আলোচনাসভার মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দূর্ণীতি দমন কমিশন ও দূনীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
“দূনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এ প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে সেখানে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ সাধারন মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। গোপালগঞ্জ দূর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মোঃ সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আশেয়া সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, জেলা দূনীতি প্রতিরোধ কমিটি সভাপতি প্রফেসর মেজর (অবঃ) সরদার নুরুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভায় সরকারী দপ্তরসহ বিভিন্ন সেক্টরে দূর্নীতি প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply