কালের খবরঃ
গোপালগঞ্জে জেলাভিত্তিক তিন দিনব্যাপী রাগবি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রাগবি ফেডারেশনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা এ কর্মসূচীর আয়োজন করে।সোমবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার হল রুমে রাগবি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম।এসময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সদস্য নজরুল ইসলাম নান্টু, বাংলাদেশ রাগবি ফেডারেশনের উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান নাঈম উপস্থিত ছিলেন।পরে জেলার ১৫টি স্কুলে ১৫জন শিক্ষক ও ৫জন খোলোয়াড়ের হাতে প্রশিক্ষণের সনদ তুলে দেন অতিথিরা। পরে এসব স্কুলে রাগবি বল তুলে দেযা হয়। এর আগে ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী রাগবি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply