কালের খবরঃ
গোপালগঞ্জে কাশবন সাহিত্য পত্রিকার সাপ্তাহিক আড্ডা উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা এবং স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের রক্ত করবী মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা ও স্বরচিত কবিতা পাঠের আসরে প্রধান অতিথি ছিলেন কবি রেজা উদ্দিন স্টালিন।বিশেষ অতিথি ছিলেন কবি গৌরাঙ্গ মোহন্ত, কবি ড. গোলাম মোস্তফা, কবি ফরিদুজ্জামান, কবি মোস্তফা তোফায়েল হোসাইন, কবি গোবিন্দ লাল হালদার, কবি হরসিত বালা, কবি ও কথাসাহিত্যিক রনি রেজা। সভাপতিত্ব করেন কবি শহিদুল আলম।শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি কবি রেজা উদ্দিন স্টালিনকে উত্তরীয় পরিয়ে দেন কবি মিন্টু হক সম্পাদিত কাশবন সাহিত্য আড্ডার সম্পাদক এস, এম, হুমায়ূন কবীর।এছাড়া অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সকল অথিতিদের উত্তরীয় প্রদান করা হয়।এরপর স্বরোচিত কবিতা পাঠ করেন কবিরা।অনুষ্ঠানের বিশেষ অকর্ষণ ছিল ছড়াকার এস কে মিজানের পুথি পাঠ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিডনি প্রবাসী কবি কোকো রেজা, কবি মিন্টু রায়, কবি নাসিমা খানম, কবি শাহআলম, কবি মঈন আহমেদ, কবি মশিউর রহমান সেন্টু, কবি আনিসুর রহমান, কবি শরীফ এমদাদ, কবি দিপাল কান্তি দূর্জয়, কবি খোকন চন্দ্র সরকার, কবি নয়ন কান্তি বালা , কবি দুলাল শরীফ, কবি সুমন্ত মন্ডল, কবি শাহরিয়ার অভি কবি কাজী জাহাঙ্গীর, কবি সৈয়দ শাহজালাল হক, দূর্জয় মল্লিক, কবি নূর নবী, কবি নাফিজ হোসেন, কবি সাদিয়া ইসলাম শীলা, কবি সুবর্ণ জয়, কবি মনোজ কান্তি বিশ্বাস, কবি রমেন বিশ্বাসসহ স্থানীয় অর্ধশত কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন কবি মাহমুদ আলী খোন্দকার ও কবি জোবায়দা জবা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply