কালের খবরঃ
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগ দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ-এর চাকরী প্রত্যাশিতদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর হাতে হাত ধরে দাড়িয়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এসময় বিভিন্ন দাবী সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দেন মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে হরিচাদ অধিকারী, প্রনয় মজুমদার, মিঠুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা, দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় লক্ষ লক্ষ যুবক বেকার জীবন যাপন করছে। এদের কর্ম সংস্থানের জন্য প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে নিয়োগ দুত বাস্তবায়নে সরকারের সুদৃস্টি কামনা করেন ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply