কোটালীপাড়া প্রতিনিধিঃ
শিশুর মেধা বিকাশ, সৎ ও আদর্শ নাগরিরক গড়ে তোলার অঙ্গিকার নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাত্রা শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান আলোর পাঠশালা।রবিবার (২০ নভেম্বর)উপজেলার আমতলী ইউনিয়নের নোয়াধা গ্রামে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন।
আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা ডাঃ জাহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির উপ-কমিশনার নিশাত রহমান মিথুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার পলাশ সরদার বক্তব্য রাখেন।প্রধান অতিথি অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান বলেন, নিভৃত এই পল্লীতে আলোর পাঠশালা শিক্ষার আলো ছড়াবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার উন্নয়নে প্রতিটি গ্রামে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা উচিৎ।আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা ডাঃ জাহিদুল ইসলাম সাগর বলেন, আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর থেকে প্লে থেকে প্রথম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করানো হবে। আগামীতে এ শিক্ষা প্রতিষ্ঠানটি পঞ্চম শ্রেণি পর্যন্ত করার চিন্তা ভাবনা রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply