কালের খবরঃ
স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে শেখ রাসেল ক্রীড়া চক্র ২-০ গোলে বাংলাদেশ নেভী ফুটবল টিমকে পরাজিত করেছে। বৃ্হস্পতিবারের (১৭ নভেম্বর) দুপুর ২ টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকে শেখ রাসেল ক্রীড়া চক্র নেভী ফুটবল টিমের উপর প্রভাব বিস্তার করে প্রথমার্ধের ২ মিনিটেই গোল আদায় করে নেয়। শেখ রাসেলের ১০ নম্বর জার্সিধারী জুনিয়র এম্পিয়া ডি-বক্সের ভিতরে ক্রস করলে মোহাম্মদ ইব্রাহীম গোল করে দলকে ১-০ তে এগিয়ে দেন।
খেলার ১২ মিনিটে শেখ রাসেলের ১০ নম্বর জার্সিধারী জুনিয়র এম্পিয়া (Mpia) দলের পক্ষে দ্বিতীয় গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন। খেলার বাকী সময় কোন দল আর গোল করতে না পারায় শেখ রাসেল ২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply