কালের খবরঃ
উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী ডক্টর ভুপেন হাজারিকার ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফররত শিল্পীর পরিবারের সদস্য সহ ২০ সদস্যের একটি ভারতীয় সাংস্কৃতিক দল টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
রবিবার (৬ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এ সময় তাঁরা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। শিল্পীর ভাতৃবধূ মনীষা হাজারিকা ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শঙ্করলাল গোয়েঙ্কা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে তারা সমাধি-সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন এবং সমাধি সৌধ চত্বরের বকুলতলায় ভূপেন হাজারিকার গাওয়া দুইটি গান পরিবেশন করেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন,জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply