কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় আরিফ বিশ্বাস (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের উপজেলার সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।শুক্রবার (২৮ অক্টোবর) সকালে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত যুবক আরিফ বিশ্বাস কোটালীপাড়া উপজেলার উলাহাটি গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
ওসি মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন, কোটালীপাড়ার উলাহাটি গ্রামের ছত্তার মিয়ার ছেলে অলি মিয়া মোটর সাইকেল ভাড়ায় এনে বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এসময় বাউলী (ঝিকঝাক) মেরে যাবার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরিফকে ধাক্কা দিলে তার পড়নের গেঞ্জি মোটর সাইকেলে বেঁধে বেশকিছুদুর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে অরিফের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।এখন দূর্ঘটনাকবলিত মোটর সাইকেলটি আটক করা সম্ভব হয় নি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply