কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি এবং গাজীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া মোনাজাত করেছেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি। পরে মুনিরীয়া যুব তবলীগ কমিটির কর্মকর্তাগণ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরআগে, বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাজীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা। পরে ফতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply