কালের খবরঃ
গোপালগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। জেলার ৫টি উপজেলার ১লাখ ৮০ হাজার শিক্ষার্থী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে।
গত মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে এই টিকাদান কর্মসূচী শুরু হয়। শিশুদের টিকার আওতায় আনতে মঙ্গলবার প্রথম দিনে ১৭ হাজার ২৩০জন শিশুকে করোনা ভাইরাসের ফাইজারের টিকা দেয়া হয়। দ্বিতীয় দিন বুধবার(১২ অক্টোবর) শহরের বিণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের টিকা দেয় হয়। এ কর্যক্রম চলবে টার্গেট পুরন না হওয়া পর্যন্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াজ মোহম্মদ।তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগ প্রতিটি বিদ্যালয়ে গিয়ে পর্যায়ক্রমে সকল শিশুদের টিকা প্রদান করবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply