কালের খবরঃ
গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী অছিকার রহমান সরদারকে (৬৭) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সেই সাথে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতে হাজির ছিল। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এই আদেশ প্রদান করেন। এই মামলার অপর ৭ আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মুত্যুদন্ড প্রাপ্ত অছিকার রহমান সরদার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গার মুন্সিরচর গজালিয়া গ্রামের মৃত সেকেন্দার সরদার ওরফে সেকেন সরদারের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে, ক্ষুদ্র ব্যবসায়ী অছিকার রহমান সরদার বিধবা জরিনা বেগমের টাকা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ২০০০ সালে তাকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করেন । জরিনার টাকা ও সম্পত্তি আত্মসাত করার পর তার ভরনপোষন বন্ধ করে দেয় অছিকার । ভরনপোষনের দাবিতে জরিনা গোপালগঞ্জের আদালতে একটি মামলা দায়ের করেন। জরিনার হাতে পায়ে ধরে অছিকার এ মামলা থেকে ২০০৫ সালের ৪ জুন জামিনে বেড়িয়ে আসেন। জামিনে বেড়িয়ে এসে ৭ জুন গভীর রাতে জরিনা বেগমকে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন ৮ জুন জরিনার ভাই মোঃ দাউদ সিকদার বাদী হয়ে ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে ১ আসামী মৃত্যু বরণ করেছেন। দীর্ঘ তদন্ত শেষে টুঙ্গিপাড়া থানার পরিদশর্ক সোহরাব হোসেন ৮ আসামীর বিরুদ্ধে ২০১২ সালের ১২ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply