টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চটপটির দোকানে খরিদার ডাকার বিবাদকে কেন্দ্র করে সহকর্মির ছুরিকাঘাতে রিশাদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় পুলিশ অভিযুক্ত আজিজকে (১৯) আটক করেছে।
মঙ্গলবার(৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার মন্ডলবাড়ী দুর্গাপুজা উপলক্ষে বসা মেলায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সরদারপাড়া গ্রামের ইউনুচ শেখের ছেলে। পুলিশের হাতে আটক অভিযুক্ত আজিজ এর বাড়ীও একই গ্রামে। তারা দুই জনই মায়ের দোয়া চটপটি ফুসকা হাউসের কর্মচারী।
জানাগেছে, টুঙ্গিপাড়া উপজেলার মন্ডল বাড়ীতে দীর্ঘ বছর ধরে দূর্গাপুজা উপলক্ষে মেলা বসে। মেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে। ওই মেলায় মায়ের দোয়া চটপটি ফুসকা হাউজের দুই কর্মচারী কাস্টামার ডাকা নিয়ে ঝগড়া ও বিবাদে জড়িয়ে পড়ে। বিবাদের এক পর্যায়ে আজিজ তার সহকর্মি রিশাদকে ছুরিঘাত করে। পরে অন্যন্যারা তাকে প্রথমে টুঙ্গিপাড়া হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পথে রিশাদের মৃত্যু হয়। ঘটনার পর গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এঘটনায় অভিযুক্ত আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply