কোটালীপাড়া প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কথা সাহিত্যিক অরুন কুমার বিশ্বাস তার নিজ বাড়িতে নিজের লেখা ১৩০টি বই নিয়ে বই মেলার আয়োজন করেছেন । তার এই বই মেলার আয়োজন দুর্গাপূজার আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামে এ বই মেলার উদ্বোধন করা হয়। বুধবার ( ৫ অক্টোবর) ৩দিন ব্যাপী এই বই মেলা শেষ হবে।
লেখক অরুন কুমার বিশ্বাসের পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বঙ্কিম চন্দ্র বিশ্বাস ফিতা কেটে এ বই মেলার উদ্বোধন করেন।
এ সময় বিশিষ্ট নাট্যকার আকাশ রঞ্জন, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সমাজসেবক পরিমল রায়সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে জনপ্রিয় এই লেখকের অলকের রয় গোয়েন্দা সিরিজের ‘গুপ্তি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বিশিষ্ট নাট্যকার আকাশ রঞ্জন বলেন, বর্তমান সময়ে যে কয়েকজন লেখক রয়েছে তাদের মধ্যে অরুন কুমার বিশ্বাস অন্যতম। তার লেখা মুক্তিপণ, স্পাই, আলিম বেগের খুলি, গুপ্তি, কাটামুন্ডুর বিভীষিকা, পোড়োবাড়ির রহস্য, যে ভাবে জয়ী হতে হয়, পিকিংমানব রহস্য, জললিপি, লাল কুটি রহস্য, অতঃপর এলো প্রেম, ক্যামডেন কিলারসহ প্রায় ৫০টি বই আমি পড়েছি। তার লেখার গুনগত মান অত্যন্ত নান্দনিক।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, জনপ্রিয় কথা সাহিত্যিক অরুন কুমার বিশ্বাস গ্রামীন পরিবেশে যে বই মেলার আয়োজন করেছে তা সত্যিই প্রশাংসার দাবি রাখে । তার এই বই মেলার মধ্যে দিয়ে এলাকায় পাঠক সৃষ্টি হবে বলে আমি বিশ^াস করি। তার লেখা বইগুলোর মধ্যে ১২০টি আমাদের পাঠাগারে রয়েছে।
সমাজসেবক পরিমল রায় বলেন, কথাসাহিত্যিক অরুন কুমার বিশ্বাসের এই বই মেলা আমাদের পূজার আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে। আমরা চাইবো আগামীতেও যেন তিনি এ ধরণের বই মেলার আয়োজন করেন।
লেখক অরুন কুমার বলেন, গ্রামীন এলাকার পাঠক সৃষ্টির লক্ষ্যেই আমি এই মেলার আয়োজন করেছি। আগামীতে বড় পরিসরে এই জনপথে বই মেলার আয়োজন করার ইচ্ছা রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply