কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে খসরুল-জুলকদর পরিষদ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৪ জন নির্বাচিত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচনে খসরুল-জুলকদর পরিষদ ও নাসির-লিটু পরিষদ প্রতিদ্বন্দিতা করে। পরের দিন রোববার নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।
নির্বাচিতরা হলেন সভাপতি অ্যাড. চৌধূরী খসরুল আলম, সহসভাপতি অ্যাড. মোঃ ফিরোজার রহমান, অ্যাড. সামসুন্নাহার , আর পঞ্চম বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. আলহাজ¦ এম. জুলকদর রহমান, সহ সাধারণ সম্পাদক অ্যাড. আবুল হাসানাত (পাভেল), ধর্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. আবু হেনা মোস্তফা কামাল, লাইব্রেরী সম্পাদক অ্যাড.নাজির হোসেন সমাজদার, সদস্য অ্যাড. চমন-ই-ইলাহি, অ্যাড. মোঃ ফারুক আহমেদ, অ্যাড. চামেলী আক্তার, অ্যাড. পিএসএস পার্থ বিশ্বাস, হিসাব পরীক্ষক অ্যাড. সোহাগ সমাজদার, অ্যাড. মোঃ সাইফুল ইসলাম, অ্যাড. সরদার ইফতেখার আহমেদ বিপু । এছাড়া অপর প্যানেল নাসির-লিটু পরিষদ থেকে সহ সম্পাদক পদে অ্যাড. আব্দুল্লাহ আশিক জামান উপল ও সদস্য পদে সৈয়দ বেল্লাল আলী নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনার অ্যাড. ইসমাঈল হোসেন নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply