টুঙ্গিপাড়া প্রতিনিধিঃগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যান সমিতির নেতৃবৃন্দ। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খানের নেতৃত্বে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।এ সময় ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম সহ দুর্নীতি দমন কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION