কালের খবরঃ
৫ দফা দাবীতে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়াল। প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি করছেন। গত সোমবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনেসর মত সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে আসা সাধারণ লোকজন সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ। এর ধারাবাহিকতায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কাশিয়ানী,কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা কার্যালয়ের সামনে বসে এসব কর্মসূচী পালিত হচ্ছে। টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আমরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার সকাল ৮ থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৪ঘন্টা কর্মবিরতি পালন করবো।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply